বাউফলে ‘নৌকায় ভোট দেওয়ায়’হিন্দু পরিবারের উপর হামলা

বাউফলে ‘নৌকায় ভোট দেওয়ায়’হিন্দু পরিবারের উপর হামলা

মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউপি উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে  নৌকায় ভোট দেওয়ার অপরাধে হিন্দুদের ঘর-বাড়িতে হামলা  চালিয়েছে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর চশমা মার্কার সমর্থকেরা। হামলায় তিনটি হিন্দু পরিবারের বসত ঘর ভাঙচুর করা হয়। গত বুধবার  (৭সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠি গ্রামের হিন্দু পাড়ায় এ হামলা চালানো হয়।
ক্ষতিগ্রস্থ হিন্দুরা জানান, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তারা নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহিম ফারুকের সমর্থক ছিলেন ও নৌকা মার্কায় ভোট দেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চশমা মার্কার প্রার্থী এস.এম মহসিন বিজয়ী হন। বুধবার সকালে বিজয়ী চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীরা তাদেরকে এলাকা ছাড়া হুমকি দেন। ওই দিন রাতেই হামলা-ভাঙচুর চালানো হয় ওই হিন্দু পাড়ায়। কুপিয়ে ও পিটিয়ে ভাঙচুর করা হয় তিনটি হিন্দু পরিবারের বসত ঘর। নির্বাচনের পর থেকে পুরুষেরা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের।
হামলার শিকার কল্পনা রাণী (৪০) বলেন, শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালানো হয়েছে। তিনটি ঘর কুপিয়েছে। আগামী চার বছরের জন্য এলাকা ছাড়ার হুমকি দিয়ে গেছে। এলাকা না ছাড়লে ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এই গ্রামের মধ্যে আর কোন হিন্দু পরিবার নেই। এখন স্বামী সন্তান নিয়ে সব সময় ভয়ে উৎণ্ঠের মধ্যে থাকি।
 নমিতা রাণী (৩০) বলেন,‘ নৌকার ভোট দেওয়ার অপরাধে আমার স্বামী পলাতক। শিশু সন্তান নিয়ে ভয়ের মধ্যে দিন কাটছে।’
এছাড়াও নির্বাচন পরবর্তী সহিংসতায় নাজিরপুর ইউনিয়নে আওয়ামী লীগ কার্যালয়,সাংবাদিকের বাড়িসহ নৌকার সমর্থকদের ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ৫ শতাধিক কর্মী।  বন্ধ করে দেওয়া হয়েছে নৌকার সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি জানান,‘ বিএনপি, জামাত, শিবিরের সমর্থন ও ভোটে  আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এস.এম মহসিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তার কাঁধে ভর করে বিএনপি জামাতের লোকজন  আওয়ামী লীগ নিধনে মাঠে নেমেছে। অসংখ্য আওয়ামী লীগ কর্মীদের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তবুও প্রশাসন কোন কার্যকারী ভূমিকা নিচ্ছে না। এদিকে নৌকার কর্মী সমর্থকদের উপর হামলা, বাড়ি ঘর ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন সদ্য বিজয়ী নাজিরপুর তাঁতেরকাঠি ইউপি চেয়ারম্যান এস.এম মহসিন।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন বলেন,আমি নিজে ঘটনাস্থল পরির্দশন করেছি। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।